স্তরের নাম | সেবার ধরন,বিবরণ ও ভূমি মালিকের করণীয় | সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী |
বিজ্ঞপ্তি প্রচার | জরিপ শুরুর পূর্বে মাইকিং ও পত্রিকায় বিজ্ঞপ্তিসহ ব্যপক জনসংযোগ করা হয়। এই সময় ভূমির মালিকগণকে নিজ নিজ জমির আইল/সীমানা চিহৃিত করে রাখতে হবে। | সেটেলমেন্ট অফিসার/ সহকারী সেটেলমেন্ট অফিসার |
ট্রাভার্স | মৌজার নকসা সম্পর্ন নতুন করে প্রস্ত্তত করতে যে খুটি স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স। | ট্রাভার্স ক্যাম্প কর্মকর্তা/ ট্রাভার্স সার্ভেয়ার। |
কিসেত্মায়ার | এইসত্মরে আমিন দল প্রতিখন্ড জমি পরিমাপ করে মৌজার নকশা অংকনের মাধ্যমে কিসেত্মায়ার অথবা বুল প্রিন্টে। পুরোনো নকশা সংশোধন করেন। | আমিন দল / হলকা অফিসার |
খানাপুরী | কিসেত্মায়ার সত্মরে অংকিত নকশার প্রত্যেকটি দাগের জমিতে উপস্থিত হয়ে আমিন দল জমির দাগ নম্বর প্রদান করেন। এবং মালিকের রেকর্ড, দলিলপত্র ও দখল যাচাই করে মালিকের নাম, ঠিকান ও অনান্য তথ্য খতিয়ানের লিপিবদ্ধ করেন। এ সত্মরে ভূমি মালিকদের কাজ হচ্ছে আমিন দলকে জমির মালিকানা ও দখল সংক্রামত্ম প্রমানাদি উপস্থাপন করা। | সরদার আমি / হলকা অফিসার
|
বুঝারত | বুঝারত অর্থ জমি বুঝিয়ে দেওয়া। এ সত্মরে আমিন দল কৃর্তক খতিয়ান বা পর্চা মালিককে সরবারাহ করা হয় যা মাঠ পর্চা নামে পরিচিত। | সরদার আমিন/ হলকা অফিসার |
খানাপুরী কাম বুঝারত | যখন কোন মৌজা ব্লু প্রিন্টে সিটে জরিপ করা হয় তখন উপরে বর্ণিত খানাপুরী ও বুঝারত সত্মরের কাজ এক সাথে করা হয়। | সরদার আমিন/ হলকা অফিসার |
তসদিক বা এ্যাটেষ্টশন | ব্যাপক প্রচারের মাধ্যমে তসদিক সত্মরের কাজ সম্পাদিত হয় ক্যাম্প অফিসে। তসদিক সত্মরের কাজ সম্পাদন করেন একজন রাজ্বস অফিসার। জমির মালিকানা সক্রামত্ম সকল কাগজপত্র ও প্রমানাদি যাচাই করে প্রতিটি বুঝারত খতিয়ান সত্যয়ন করা হয় এ সত্মরে ও ভূমি মালিকগন পর্চা ও নকশা কোন সংশোধন প্রয়োজন মনে করলে বিবাদ দাখিল করতে পারেন এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করে তা সংশোধনের সুযোগ নিতে পারেন তাই এ সত্মরের কাজটি খুবই গুরুত্বপূর্ণ | তসদিক অফিসার / উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার |
খসড়া প্রকাশনা (ডিপি) ও আপত্তি দায়ের | তসদিকের পর জমির প্রণীত রেকর্ড সর্বসাধারণের প্রদর্শনের জন্য ৩০দিন উম্মুক্ত রাখা হয় এ সময় কাল ভূমির মালিকগন নামের অদ্যক্ষর অনুযায়ী খতিয়ান বা পর্চা বর্ণানুক্রমিক ক্রমবিন্যাস করে খতিয়ানের নতুন নম্বর অর্থাৎ ডিপি নম্বটি সংগ্রাহের জন্য ভূমির মালিকগণকে নিজ নিজ পর্চাসহ খসড়া প্রকার্শনা (ডিপি) ক্যাম্পে উপস্থিত হতে হয়। ডিপিতে প্রকার্শিত খতিয়ান সম্পর্কে কার কোন আপত্তি বা দাবী থাকলে সরকারের নির্ধারিত ১০টাকার কোর্ট ফি দিয়ে নির্দিষ্ট ফরম পূরর্ণের মাধ্যমে ৩০বিধি অনুযায়ী দায়ের করা যাবে। | উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার ।
| ||
আপত্তি শুনানী/ আপীল শুনানী | ডিপি চলাকালে গৃহিত আপত্তি মামলা সমূহ সংশ্লিষ্ট পক্ষগনকে নোটিশ মারফত জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ, সময় ও স্থানে শুনানী গ্রহণ করে নিষ্পত্তি করা হয়। পক্ষগণ নিজে অথবা প্রয়োজনে মনোনীত প্রতিনিধির মাধ্যমে নিজ নিজ দাবী আপত্তি অফিসারের নিকট উপস্থাপন করতে পারেন। আপত্তি অফিসার পক্ষগণকে শুনানী দিয়ে রায় কেইস নথিতে লিপিবদ্ধ করে তার সিদ্ধামত্ম জানাবেন এবং খতিয়ান বা রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন। | আপত্তি অফিসার/ সহকারী সেটেলমেন্ট অফিসার | ||
| আপত্তি রায়ে সংক্ষুদ্ধ পক্ষ ৩১ বিধিতে আপিল দায়ের করতে পারেন। নির্দিষ্ট কোট ফি সহ সেটেলমেন্ট অফিসার বরাবর আবেদন দাখিলের মাধ্যমে সংশ্লিষ্ট আপত্তি মামলার রায় গ্রহণ করতে হবে। নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে রায়ের নকলসহ আপিল দায়ের করতে হবে। আপিল অফিসার মহোদয় সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশের মাধ্যমে জ্ঞাত করে নির্দিষ্ট তারিখ, সময় ও স্থানে শোনানী গ্রহণ করে আপিল নিষ্পত্তি করা হয়। | সহকারী সেটেলমেন্ট অফিসার/চার্জ অফিসার। | ||
চুড়ামত্ম প্রকাশনা | উপরোক্ত সত্মরে মুদ্রিত নকশা ও খতিয়ান সংশ্লিষ্ট মৌজার সর্ব জন সাধারনকে নোটিশের মাধ্যমে ঢোল বাজাইয়া ত্রিশ(৩০) কার্য দিবসের জন্য চুড়ামত্ম প্রকাশনা দেওয়া হয়। নিম্ন বর্ণিত হারে নকশা ও পর্চা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারেন। |
| ||
ক্রমিক নং | আইটেমের নাম | নির্ধারিত মূল্য | ||
০১ | মৌজা ম্যাপ (মুদ্রিত) | ৩৫০.০০ টাকা | ||
০২ | খতিয়ান মুদ্রিত | ৬০.০০ টাকা |